Friday, August 29, 2014

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ ভর্তি বিজ্ঞপ্তি




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষদভিত্তিক অনুষ্ঠিত হবে। শুধুমাত্র কলা ও মানবীকি অনুষদে একই উত্তর পত্রে বিষয়ভিক্তিক আলাদা আলাদা প্রশ্ন হবে।
একজন শিক্ষার্থী অনুষদটির ৯টি বিষয়ের মধ্যে সর্বোচ্চ ৪টিতে পরীক্ষা দিতে পারবে। ফরম তোলার সময়ই তারা বিষয়গুলো পছন্দ করতে হবে। তবে অন্যান্য অনুষদগুলোতে এ সমস্যা নেই।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
২টি ইনস্টিটিউট ও ৬টি অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ আগষ্ট রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৫ তারিখ পর্যন্ত। টেলিটলক সীম থেকে এসএমএস করতে হবে।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মাদ আলী ক্যাম্পাসলাইভ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে।বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানাwww.juniv.edu

Wednesday, July 2, 2014

টেক্সটাইল ইন্ঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা


বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটি উজ্জ্বল সম্ভাবনাময় খাত।যেহেতু বাংলাদেশের রপ্তানি খাতের বেশির ভাগ বৈদেশিক মুদ্রা আসে গার্মেন্টস ও টেক্সটাইল সেক্টর থেকে, তাই টেক্সটাইল ও গার্মেন্টস সেক্টর চালানোর জন্য প্রচুর টেক্সটাইল ইঞ্জিনিয়ার দরকার হয়,আর দিনে দিনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদাও বেড়ে যাচ্ছে,সরকারও এই সেক্টর কে বিশেষ খাত হিসেবে দেখছে।তাই এইখাতের উন্নয়নের জন্য ও দক্ষজনবল তৈরীর লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল কলেজ কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে।
উচ্চমাধ্যমিক পাশ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগ পেয়ে ৪বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবার সুযোগ পাচ্ছে।
যারা এই বিষয়ে পড়তে আগ্রহী তাদের জন্য বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী পলক মজুমদার আমাদের কে কিছু মূল্যবান দিক নির্দেশনা দিয়েছেন এবং কথা বলেছেন এই খাত নিয়ে,তা সকলের জন্য তুলে ধরা হলঃ

প্রশ্নঃ আপনি তো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলে , টেক্সটাইল ইন্ঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শোনা করছেন,এখানকার মান কেমন?
পলক মজুমদারঃ দেখুন মানের কথা বলতে গেলে যেহেতু বাংলাদেশে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় একটি তাই মানের ব্যাপারে এটা সেরা।তাছাড়া এখানে সকল প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে যা ব্যবহারিক কাজের সময় অনেক বেশি সহায়ক হয় তাই সেরা মান নিয়ন্ত্রন করেই এখানে পড়ানো হয়।
প্রশ্নঃ শিক্ষকরা কত টুকু সহায়ক?চাকরির বাজারে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা কেমন?
পলক মজুমদারঃ এখানে আমাদের শিক্ষকরা অনেক বেশি বন্ধুবাৎসল্য,এখানে যারা শিক্ষকতার সাথে নিয়োজিত আছেন তারা প্রত্যেকেই উচ্চতর ডিগ্রীধারী,গ্লোবালি টেক্সটাইলে তাদের অনেক সুনাম রয়েছে,তাদের সান্নিধ্য পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।আর বৈশ্বায়নের এই যুগে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রচুর চাহিদা,এখান থেকে বের হবার পর চাকরি নিশ্চিত,এমনকি অনেকে শেষ সেমিস্টারে পড়া অবস্থায় চাকরি পেয়ে যায়।তাই চাকরির চিন্তা কখনোই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের করতে হয় না।
প্রশ্নঃ অনেকেরই ইচ্ছা থাকে ভাল টেক্সটাইল ইন্ঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে,তাদের কে কি উপদেশ দিতে চান,কোন পথে এগুলে তারা সফল হতে পারবে?
পলক মজুমদারঃ এখানে চান্স পাওয়াটা অনেক কঠিন,এইচ এস সি তে শিক্ষার্থী কে নূন্যতম জিপিএ-৪.৮০ পেতে হবে শুধুমাত্র আবেদন করার জন্য, তবে জিপিএ-৫ পেলে ভর্তি পরীক্ষায় টিকা অনেক সহজ হয়ে যায়।এর জন্য মেধা আর মননের উপর বেশি জোর দিতে হবে।

 মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং যেকোন কোচিং করেই চান্স পাওয়া অনেক সহজ হয়ে যায়,আর বিগত বছরের প্রশ্নের সমাধান করলে তা অনেক সহায়ক ভূমিকা পালন করে৷যদি এখানে ভর্তি হওয়ার লক্ষ্য থাকে তবে তারা যেন বিগত বছরের প্রশ্নের সমাধান কে অনেক গুরুত্বের সাথে নেয়।
প্রশ্নঃ দৈনিক কতটুকু পড়াশোনা করতে হবে?কি কি বিষয়ের উপর জোর দিতে হবে?আলাদাভাবে এর জন্য কোন প্রস্তুতি নিতে হবে কিনা?
পলক মজুমদারঃ দৈনিক সাধারন নিয়মে পড়াশোনা করলেই যথেষ্ট,আর যারা একটু দূর্বল তাদের কে একটু বেশি মনযোগী হতে হবে,তাই সময়ও একটু বেশি দিতে হবে।কখনোই যেন এটা চাপ না মনে হয়,কারন চাপ নিলে শিক্ষার্থীর চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়,সকল ভর্তি পরীক্ষার সময় এটা মনে রাখতে হবে,নাহলে বাড়তি চাপ সফল হতে বাধা তৈরী করবে,নিজের উপর ভরসা রেখে আর সঠিক নিয়মে পড়াশোনা করলেই এখানে চান্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে।

***ক্যারিয়ার ও ভর্তি বিষয়ক যেকোন পরামর্শ ও মতামত জানতে ফেসবুকে আমাদেরকে এই গ্রুপে জানাতে পারেন
.

Tuesday, June 17, 2014

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গাইড লাইন A guide line to success

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আপনার দরকার একটু মেধা আর চর্চ্চা।
প্রশ্ন আপনার কাছে অনেক বেশি সহজ  মনে হবে,কিন্তু আমাদের প্রধান সমস্যা আমরা সঠিক গাইড লাইন পাই না, আপনি যদি চান্স পেতে চান আপনাকে কিছু জিনিষ মেনে চলতে হবে।

১)আপনাকে দৃঢ় প্রত্যয় নিয়ে বসতে হবে,আপনি চাইলেই পারবেন এমন মনভাব রাখুন,যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আপনার মতই সাধারন।

২)একদম ই চাপ হিসাবে নিবেন না,কারন পরীক্ষা আপনার মনস্তত্বত্তের উপর নির্ভর করে।

৩)পরীক্ষার আগের তিন মাস আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে,সব থেকে ভাল হবে এই সময় টিভি,ল্যাপটপ, ঘোরাঘুরি  বন্ধ করে দেয়া,তিন মাসের ই ত বেপার , আর অন্য দিকে প্রেম পিরিতি থেকে দূরে থাকতে হবে।এই তিন মাস একটু বিরত থাকুন।

৪)যারা ধূমপায়ী তাদের কে ধূমপান কমিয়ে দিতে হবে,খাবারের তালিকায় ফল,ডিম ,দুধ রাখতে হবে।

৫)দৈনিক রুটিন করে পড়েন,রাত জাগার দরকার নাই।

৬)যাদের পয়েন্ট কম তারা মোটেও ঘাবড়াবেন না,আপনাকে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দিতে হবে,তাই আন্দাজে দাগাবেন না।

৭)টেক্সট পড়েন, আর ভর্তি গাইড ঝেড়ে মুখস্ত করে ফেলেন.
আপনার সফলতা নির্ভর করবে আপনার উপর,বন্ধুরা অন্য কোথাও চান্স পেয়ে গেলে হতাশ হবেন না,আপনি পুরো উদ্যোমে পরীক্ষা দিয়ে যাবেন ,মহান আল্লাহর রহমতে চান্স পাবেন ই।আয়নার সামনে দাড়িয়ে ৩ বার বলবেন,"আমি পারব,আমাকে পারতেই হবে" এতে করে  আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে।।আশা করি এই গাইড লাইন গুলো মেনে চলবেন,আর মনে রাখবেন যে নিজের ভাল বুঝে না,সে কেবল ভারবাহী গাধা
ভর্তি বিষয়ক কোন সমস্যা হলে আমাদেরকে ফেসবুকে জানান

Monday, June 9, 2014

University Admission & Information In Bangladesh

বাংলাদেশে প্রতিবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় হাজার হাজার শিক্ষার্থী পাশ করে বের হয় ,পাশ করেই সবাই কে নামতে হয় ভর্তি যুদ্ধে।তাদের সুবিধার জন্য আমি সকল বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য ও তাদের ওয়েব সাইটের ঠিকানা জানিয়ে দেয়ার জন্য এই পোস্ট করেছি,আশা করি এতে কিছুটা হলেও উপকৃত হবেন.আপনি চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও সংযুক্ত হতে পারেন.
University Acronym University started Established Location Division Specialization Website
University of Dhaka DU 1921 1921 Dhaka Dhaka division General website
Bangladesh University of Engineering and Technology[3] BUET 1962 1962 Dhaka Dhaka division Engineering website
Bangladesh Agricultural University[4] BAU 1961 1961 Mymensingh Dhaka division Agricultural science website
Shahjalal University of Science and Technology[5] SUST 1991 1987 Sylhet Sylhet division Science & technology website
Patuakhali Science and Technology University[6] PSTU 2000 1972 Patuakhali Barisal division Science & technology website
University of Chittagong[7] CU 1966 1966 Chittagong Chittagong division General website
University of Rajshahi[8] RU 1953 1953 Rajshahi Rajshahi division General website
Jahangirnagar University[9] JU 1970 1970 Savar Dhaka division General website
Islamic University[10] IU 1980 1980 Kushtia Khulna division Islam website
Khulna University[11] KU 1991 1990 Khulna Khulna division General website
Bangabandhu Sheikh Mujib Medical University[12] BSMMU 1998 1965 Dhaka Dhaka division Medical website
Bangabandhu Sheikh Mujibur Rahman Agricultural University[13] BSMRAU 1998 1983 Gazipur Dhaka division Agricultural science website
Hajee Mohammad Danesh Science & Technology University[14] HSTU 1999 1979 Dinajpur Rangpur division Science & technology website
Mawlana Bhashani Science and Technology University[15] MBSTU 1999 1999 Tangail Dhaka division Science & technology website
Sher-e-Bangla Agricultural University[16] SAU 2001 1938 Dhaka Dhaka division Agricultural science website
Rajshahi University of Engineering & Technology[17] RUET 2003 1964 Rajshahi Rajshahi division Engineering website
Chittagong University of Engineering & Technology[18] CUET 2003 1968 Chittagong Chittagong division Engineering website
Khulna University of Engineering & Technology[19] KUET 2003 1969 Khulna Khulna division Engineering website
Dhaka University of Engineering & Technology[20] DUET 2003 1980 Gazipur Dhaka division Engineering website
Jagannath University[21] JnU 2005 1858 Dhaka Dhaka division General website
Jatiya Kabi Kazi Nazrul Islam University[22] KNU 2005 2005 Trishal Dhaka division General website
Chittagong Veterinary and Animal Sciences University[23] CVASU 2006 1995 Chittagong Chittagong division Veterinary Sciences website
Sylhet Agricultural University[24] SAU 2006 1995 Sylhet Sylhet division Agricultural science website
Comilla University[25] UC 2006 2006 Comilla Chittagong division General website
Noakhali Science and Technology University[26] NSTU 2006 2006 Noakhali Chittagong division Science & technology website
Jessore Science & Technology University[27] JSTU 2008 2008 Jessore Khulna division Science & technology website
Pabna University of Science and Technology[28] PUST 2008 2008 Pabna Rajshahi division Science & technology website
Begum Rokeya University[29] BRU 2008 2008 Rangpur Rangpur division General website
Bangladesh University of Professionals[30] BUP 2008 2008 Dhaka Dhaka division General website
Bangladesh University of Textiles[31] BUTex 2010 1978 Dhaka Dhaka division Textile engineering website
Barisal University BU 2011 2011 Barisal Barisal division General website
Bangabandhu Sheikh Mujibur Rahman Science and Technology University BSMRSTU 2011 2011 Gopalganj Dhaka division Science & technology website