Friday, August 29, 2014

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৪-২০১৫ ভর্তি বিজ্ঞপ্তি




জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা ১৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষদভিত্তিক অনুষ্ঠিত হবে। শুধুমাত্র কলা ও মানবীকি অনুষদে একই উত্তর পত্রে বিষয়ভিক্তিক আলাদা আলাদা প্রশ্ন হবে।
একজন শিক্ষার্থী অনুষদটির ৯টি বিষয়ের মধ্যে সর্বোচ্চ ৪টিতে পরীক্ষা দিতে পারবে। ফরম তোলার সময়ই তারা বিষয়গুলো পছন্দ করতে হবে। তবে অন্যান্য অনুষদগুলোতে এ সমস্যা নেই।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
২টি ইনস্টিটিউট ও ৬টি অনুষদে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৭ আগস্ট থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩১ আগষ্ট রাত ১২টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৫ তারিখ পর্যন্ত। টেলিটলক সীম থেকে এসএমএস করতে হবে।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মাদ আলী ক্যাম্পাসলাইভ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ পাওয়া যাবে।বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানাwww.juniv.edu