Tuesday, June 17, 2014

পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গাইড লাইন A guide line to success

পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আপনার দরকার একটু মেধা আর চর্চ্চা।
প্রশ্ন আপনার কাছে অনেক বেশি সহজ  মনে হবে,কিন্তু আমাদের প্রধান সমস্যা আমরা সঠিক গাইড লাইন পাই না, আপনি যদি চান্স পেতে চান আপনাকে কিছু জিনিষ মেনে চলতে হবে।

১)আপনাকে দৃঢ় প্রত্যয় নিয়ে বসতে হবে,আপনি চাইলেই পারবেন এমন মনভাব রাখুন,যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা আপনার মতই সাধারন।

২)একদম ই চাপ হিসাবে নিবেন না,কারন পরীক্ষা আপনার মনস্তত্বত্তের উপর নির্ভর করে।

৩)পরীক্ষার আগের তিন মাস আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে,সব থেকে ভাল হবে এই সময় টিভি,ল্যাপটপ, ঘোরাঘুরি  বন্ধ করে দেয়া,তিন মাসের ই ত বেপার , আর অন্য দিকে প্রেম পিরিতি থেকে দূরে থাকতে হবে।এই তিন মাস একটু বিরত থাকুন।

৪)যারা ধূমপায়ী তাদের কে ধূমপান কমিয়ে দিতে হবে,খাবারের তালিকায় ফল,ডিম ,দুধ রাখতে হবে।

৫)দৈনিক রুটিন করে পড়েন,রাত জাগার দরকার নাই।

৬)যাদের পয়েন্ট কম তারা মোটেও ঘাবড়াবেন না,আপনাকে সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর দিতে হবে,তাই আন্দাজে দাগাবেন না।

৭)টেক্সট পড়েন, আর ভর্তি গাইড ঝেড়ে মুখস্ত করে ফেলেন.
আপনার সফলতা নির্ভর করবে আপনার উপর,বন্ধুরা অন্য কোথাও চান্স পেয়ে গেলে হতাশ হবেন না,আপনি পুরো উদ্যোমে পরীক্ষা দিয়ে যাবেন ,মহান আল্লাহর রহমতে চান্স পাবেন ই।আয়নার সামনে দাড়িয়ে ৩ বার বলবেন,"আমি পারব,আমাকে পারতেই হবে" এতে করে  আপনার কনফিডেন্ট লেভেল বেড়ে যাবে।।আশা করি এই গাইড লাইন গুলো মেনে চলবেন,আর মনে রাখবেন যে নিজের ভাল বুঝে না,সে কেবল ভারবাহী গাধা
ভর্তি বিষয়ক কোন সমস্যা হলে আমাদেরকে ফেসবুকে জানান

No comments:

Post a Comment